সংক্ষিপ্ত বর্ণনা:
আমাদের এই ইউনিয়নটি ভাঙ্গন কবলিত হওয়ায় ১৯৯৪ সালে এলাকার কিছু গন্যমান্য ব্যক্তিবর্গ মিলে গড়ে উঠে আমাদের এই বাজার টি যা বর্তমানে দশরশিয়া বাজার নামে পরিচিত।১৯৯৪ সালে যখন বাজার টি গড়ে উঠে তখন এর নাম ছিল হলুদে বোনা বাজার এর পরে যথন নদীতে বিলিন হয় তথন জামাই পাড়া দশরশিয়া গ্রামে দুই ভাগে বিভক্ত হয়। আবার পুনরায় দশরশিয়ায় গড়ে উঠে। বাজার টির পূর্বদিকে পদ্মার শাখা নদী যা হরিদহা নদী নামে লোক মুখে পরিচিত।উত্তর দিকে কিছু আবাদী জমি আর দক্ষিণ পশ্চিমে গ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস